নিউজ ডেস্ক: সপ্তাহান্তে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলবন্ধ থাকছে। শনিবার সকালের পর এই জল পরিষেবা বন্ধ থাকবে বলে কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।
গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় মেরামতির কাজ চলবে। সেই কারণেই এই পরিষেবা ব্যাহত হবে বলে খবর। পরিষেবা একদিন বন্ধ থাকায় সাধারণ মানুষ কিছুটা সমস্যায় পারেন বলে অনুমান করা হচ্ছে। তবে, রবিবার সকালে ফের জল পরিষেবা স্বাভাবিকভাবেই পাওয়া যাবে। দক্ষিণ কলকাতার পিটিএস থেকে গড়িয়াহাট, কালীঘাট, হাজরা, চেতলা, নিউ আলিপুর, গার্ডেনরিচ, তপসিয়া, তিলজলা, যাদবপুর-সহ বিস্তীর্ণ এলাকায় শনিবার জল পাওয়া যাবে না।