নিউজ ডেস্ক: কুয়াশা থেকে এখনই রেহাই পাবে না পঞ্জাব ও হরিয়ানা-সহ দেশের বিভিন্ন রাজ্য। শনিবারও বজায় থাকবে কুয়াশার দাপট। তবে, ২০ জানুয়ারির পর থেকে কুয়াশার দাপট কিছুটা কমতে পারে। শুক্রবার ভারতীয় আবহাওয়া দফতরের বিজ্ঞানী সোমা সেন রায় বলেছেন, “পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর থেকে মধ্যপ্রদেশ, পঞ্জাব, উত্তর প্রদেশ এবং পূর্ব রাজস্থানে তীব্র শৈত্যপ্রবাহ সরে গিয়েছে। শনিবার সকালে পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থানের মতো অঞ্চলে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। মেঘ পূর্ব দিকে সরে যাওয়ায় ২০ তারিখ সকাল থেকে কুয়াশার অবস্থা হ্রাস পাবে। ২১-২২ জানুয়ারি আশেপাশে পার্বত্য রাজ্য, বিশেষ করে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে বৃষ্টি এবং তুষারপাত প্রত্যাশিত।
আবহবিজ্ঞানী সোমা সেন রায় আরও বলেছেন, “২২ এবং ২৩ তারিখে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশে হালকা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত। ২২ ও ২৩ তারিখ দিল্লি এবং এনসিআর-এ বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্জা আসার আগে উত্তর ভারতে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।