নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেছেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ব দাবা বিজয়ী ডি গুকেশ, প্যারিস অলিম্পিকে দু’টি পদক জয়ী মনু ভাকর, ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও প্যারালিম্পিকে স্বর্ণ পদক জয়ী প্রবীণ কুমারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি। এছাড়াও ৩২ জনকে দেওয়া হয় অর্জুন পুরস্কার।