নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য দলের নির্বাচনী ইস্তেহার সঙ্কল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন জে পি নাড্ডা। তিনি বলেন, এই সঙ্কল্পপত্র’ ‘বিকশিত দিল্লি’-র ভিত স্থাপন করবে।”
একাধিক প্রকল্পের ঘোষণা করা হয় এদিন। গর্ভবতী মহিলাদের জন্য আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেন জে পি নাড্ডা। তিনি জানান, বিজেপি ক্ষমতায় আসার পর দিল্লিতে পুষ্টিকর খাদ্যদ্রব্য-সহ মোট ২১ হাজার টাকা গর্ভবতী মহিলাদের প্রদান করা হবে সরকারের তরফে। উল্লেখ্য, দিল্লির মহিলাদের মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।