নিউজ ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন স্কটল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী ফুটবলার ডেনিস ল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘বাবা ডেনিস ল আর নেই। বেঁচে থাকতে তিনি একটি কঠিন যুদ্ধ চালিয়ে গেছেন, কিন্ত অবশেষে তিনি এখন শান্তিতে আছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা তার সুস্থতার জন্য কামনা করেছেন।’
ক্লাব ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি সময় খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবটির হয়ে ৪০৪ ম্যাচে গোল করেছেন ২৩৭টি। ১৯৬২ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে তিনি নাম লিখিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আর আন্তর্জাতিক ক্যারিয়ারে স্কটল্যান্ডের হয়ে ৫৫ ম্যাচে গোল করেছেন ৩০টি। ১৯৫৮ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন।