নিউজ ডেস্ক: ওডিশার ময়ূরভঞ্জ জেলায় শনিবার থেকে শুরু হয়েছে বার্ষিক পাখি গণনা। প্রতিবছরই জানুয়ারি মাসে, শীতকালে ময়ূরভঞ্জ জেলায় আসা পরিযায়ী পাখির গণনা করা হয়। ডিএফও বারিপাদা ডিভিশন আমুজুরে উমা মহেশ বলেন, “প্রতি বছর এই পাখি শুমারি বারিপাদা বিভাগে করা হয়। পুরো বিভাগকে ৪৪টি ইউনিটে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ইউনিটে ৫ জন মোতায়েন করা হয়েছে।
ওডিশার চিলিকা বন্যপ্রাণী বিভাগেও বার্ষিক পাখি শুমারি শুরু হয়েছে ১৮ জানুয়ারি, শুক্রবার থেকে। গুরুত্বপূর্ণ জলাভূমির অবস্থা এবং পাখির প্রজাতির জনসংখ্যা রেকর্ড করতে প্রতি বছর জানুয়ারি মাসে গণনা করা হয়। এই উদ্যোগের ফলে পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এবং পাখি সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।