নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা মোহনার কাছে ডুবে গেল একটি ট্রলার। শনিবার সকালে মাঝ সমুদ্রে ডুবে যায় মৎস্যজীবীদের একটি ট্রলার। এদিন সকালে দিঘা মোহনার কাছেই সমুদ্রে ট্রলারটি ডুবে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা।
নৌকাডুবি থেকে মৎস্যজীবীদের উদ্ধার করতে আসেন অ্যাডেলাইন নৌকার কর্মীরা। ট্রলারে থাকা ৯ মৎস্যজীবীকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রতি বছরই মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের ট্রলার কিংবা নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরে বিপুল টাকার সম্পদ নষ্ট হয়। রাজ্য কিংবা কেন্দ্র সরকারের তরফে কোনও সুরাহার পথ দেওয়া হয়নি বলে অভিযোগ মৎস্যজীবীদের।