নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনে মনোনয়ন পত্র পেশ করেছেন ৯৮১ জন প্রার্থী। ৯৮১ জন প্রার্থী ১ হাজার ৫২১টি মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন আগামী ২০ জানুয়ারি। দিল্লির নির্বাচনী দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ৯৮১ জন প্রার্থী মোট ১,৫২১টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি ছিল, মোট ওই দিন ৬৮০টি মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
উল্লেখ্য, দিল্লিতে একদফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দিল্লিতে ভোটগ্রহণ হবে ৫ ফেব্রুয়ারি, গণনা হবে ৮ ফেব্রুয়ারি। আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, ওই সময়ের মধ্যেই নতুন বিধানসভার সদস্যদের নির্বাচিত করতে হবে।