নিউজ ডেস্ক: অভিনেতা সইফ আলি খানকে হামলার পর দাদরের একটি মোবাইল দোকান থেকে হেডফোন কিনেছিল সন্দেহভাজন অভিযুক্ত। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা তদন্তের জন্য সেই দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা দাদরের কবুতরখানা এলাকা পরিদর্শন করেছেন এবং “ইকরা” নামের একটি মোবাইল দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন, ওই দোকান থেকেই অভিনেতা সইফ আলি খানকে আক্রমণ করার পর হেডফোন কিনেছিল অভিযুক্ত। “ইকরা” দোকানের মালিক হাসান বলেছেন, “অনেক অফিসার এসেছিলেন, তাঁরা অনেক প্রশ্ন করেননি। শুধু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন, দেখেছেন এবং চলে গিয়েছেন।”