নিউজ ডেস্ক: অবশেষে আজমলমারি-১ নম্বর জঙ্গলে ফিরল বাঘ। স্বস্তি মিলল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের হাটাপাড়া গ্রামে। শনিবার সকালে জোয়ারের জল জঙ্গলে না আসায় তল্লাশির কাজ সহজ হয় বন দফতরের কর্মীদের। পায়ের ছাপ পর্যবেক্ষণের সময় দেখা যায়, নদীর দিকে চলে গিয়েছে পায়ের ছাপ। পাশাপাশি, নৌকা নিয়ে ওপারের জঙ্গলের কাছে নদীর চরে পায়ের ছাপ দেখেন বনকর্মীরা। তারপরই জানা যায় বাঘ জঙ্গলে চলে গিয়েছে।
বারবার লোকালয়ে বাঘ চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। গত কয়েকদিনে অন্তত পাঁচবার জঙ্গল থেকে বাঘ বেরিয়ে মৈপীঠের এই লোকালয়ে চলে এসেছে। এর মধ্যে একটি বাঘকে বন দফতর খাঁচা পেতে ধরে জঙ্গলে ছেড়েও দেয়। বার বার গ্রামে বাঘ ঢুকে পড়ায় সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা।