নিউজ ডেস্ক: মহাকুম্ভ মেলার উদযাপনে সামিল হল সার্চ ইঞ্জিন গুগুল-ও। প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলার ভার্চুয়ালি উদযাপন চলছে গুগলের স্ক্রিনে।
মেলা ঘিরে দেশবাসীর আবেগকে শ্রদ্ধা জানাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। তৈরি করা হয়েছে একটি অ্যানিমেশন। গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে ‘মহা কুম্ভ’ বা ’কুম্ভ মেলা’ সার্চ করেই গোলাপের পাপড়ি ঝরে পড়ছে। এ যেন ঠিক ডিজিটালি গোলাপের পাপড়ি অর্পণ করে ’মহাকুম্ভর’ অভিষেক করার সমান। শুধু একবারই নয়, ইচ্ছা হলে একাধিকবার এই অ্যানিমেশন দেখতে পারেন যে কোনও ব্যবহারকারী। ইমেলের মাধ্যমে শুভেচ্ছা জানাতে ও শেয়ার করতে পারবেন। শেয়ার করা যাবে ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মেও।