নিউজ ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের অগ্রগতি বিজেপিকে সাহায্য করে। এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা অজয় মাকেন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে অজয় মাকেন বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের অগ্রগতি বিজেপিকে সাহায্য করে। বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কংগ্রেসকে জাতীয় স্তরে শক্তিশালী হতে হবে।
অজয় মাকেন আরও বলেছেন, “আমরা এএপি-র সঙ্গে জোট করে হরিয়ানা ও দিল্লি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলাম। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তিনি ঘোষণা করেন তাঁরা ৯০টি আসনে (হরিয়ানার) আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যতদূর দিল্লি নির্বাচন সম্পর্কিত বিষয়, তাঁরা লোকসভা নির্বাচনের পরে ঘোষণা করেছিল, তাঁরা একাই দিল্লি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।”
অজয় মাকেন বলেছেন, “শীলা দীক্ষিত যখন মুখ্যমন্ত্রী ছিলেন, কংগ্রেস দিল্লিতে ৭টি লোকসভা আসন জিতেছিল। কিন্তু দিল্লিতে এএপি সরকার ক্ষমতায় আসার পর, বিপরীত ঘটছে। ৭টি লোকসভা আসনের সবকটিতেই জয়ী বিজেপি। তাহলে বিজেপির সঙ্গে কে?” অজয় মাকেন বলেছেন, ২০১৪ সালে তাঁদের (এএপি) সমর্থন করা এবং ২০২৪ সালে তাঁদের (এএপি) সঙ্গে জোটে যাওয়া, এই দু’টি সিদ্ধান্তের কারণে দিল্লির জনগণ বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে।