নিউজ ডেস্ক: আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায় কী শাস্তি পাবেন, সোমবার দুপুরের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবে বেলা সাড়ে ১২টায়। প্রথমে সঞ্জয় এবং তাঁর আইনজীবীর কথা শুনবেন তিনি। শোনা হবে নির্যাতিতার পরিবারের বক্তব্যও। তার পর দুপুরে শাস্তি ঘোষণা করা হবে।
আরজি করে জুনিয়র ডাক্তারকে খুন ও ধর্ষণের মামলায় শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। বিচারক সেদিন জানিয়ে দিয়েছিলেন, তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত। শান্তি পেতে হবে। যে সকল ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে সর্বোচ্চ মৃত্যুদণ্ডও হতে পারে বলে জানান বিচারক।