নিউজ ডেস্ক: ইতিহাস গড়ল ভারতের ছেলে ও মেয়েরা। জিতল উদ্বোধনী খো খো বিশ্বকাপ। প্রথমে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দেশের মেয়েরা। তার পর চ্যাম্পিয়ন হল পুরুষরাও। ফাইনালে নেপালকে ৫৪-৩৬ পয়েন্টে হারায় ভারতের ছেলেরা। তার আগে রবিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৭৮-৪০ ব্যবধানে হারিয়ে দেয় মেয়েরা।
ঐতিহাসিক জয়ের পরে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘উদ্বোধনী খো খো বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দলকে আন্তরিক অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দলগত প্রচেষ্টার কারণে দেশ গর্বিত হয়েছে। এই জয় ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে একটিকে আরও আলোকিত করেছে, যা সারা দেশে অগণিত তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। এই কৃতিত্ব পরবর্তী প্রজন্মকে এই খেলা অনুসরণ করার রাস্তা সুগম করবে।’