নিউজ ডেস্ক: গতকাল রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে এলোমেলো পারফরম্যান্সে দেখিয়ে আরোও একটি পরাজয় মেনে নিল ইউনাইটেড। তারা হেরে গেল
৩-১ গোলে।
ম্যাচের শুরুতে
ইয়ানকুবার গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ে এরপর ঘুরে দাঁড়িয়ে ২২ মিনিটে সমতা টানেন ব্রুনো ফের্নান্দেস সফল স্পট কিকে। ডাচ ফরোয়ার্ড ইয়োশুয়া জির্কজি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইউনাইটেড ।
তবে দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের ব্যবধানে ব্রাইটনের মিতোমা ও জর্জিনিয়োর গোলে জয় পায় সফরকারীরা।
ওল্ড ট্র্যাফোর্ডে এই নিয়ে টানা তিনটি প্রিমিয়ার লিগের ম্যাচ জিতল ব্রাইটন। লিগে সবশেষ সাতবারের মুখোমুখি দেখায়ও ছয়টিই জিতেছে তারা, আর একটি ম্যাচ জিতেছে ইউনাইটেড।
চলতি আসরে ইউনাইটেডের এটা দ্বাদশ পরাজয়। ২২ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে দলটি। আর সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে ব্রাইটন।