নিউজ ডেস্ক: শিয়ালদহ আদালতে সোমবার দুপুর ১২টা ৩৬ মিনিট নাগাদ বিচারক অনির্বাণ দাসের এজলাস বসে। সঞ্জয়কে সেখানে আনা হয় ১২টা ৪১ মিনিট নাগাদ। শনিবারের মতোই সোমবারও তিনি কমলা এবং ছাইরঙা জ্যাকেট (হুডি) পরে ছিলেন। ভিতর থেকে বেগুনি রঙের শার্টও দেখা যাচ্ছিল। চুল-দাড়ি কামিয়ে এসেছিলেন সঞ্জয়।
এদিন শিয়ালদহ আদালতে আবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেন আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়। বললেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। তাঁর সঙ্গে যে যা খুশি করছে বলে অভিযোগ সঞ্জয়ের। তাঁকে দিয়ে একাধিক জায়গায় সই করিয়ে নেওয়া হয়েছে বলেও জানান বিচারককে।