নিউজ ডেস্ক: আরজি কর ধর্ষণ-খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আজ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। আজ জেলা সফরে মুর্শিদাবাদ উড়ে যাওয়ার আগে ডুমুরজলা হেলিপ্যাডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, এই মামলার সুবিচার চাই। সাজা সম্পর্কে আগে থেকে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পক্ষে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে সম্প্রতি পর পর ৩টি ধর্ষণ-খুন মামলায় আদালতের ফাঁসির নির্দেশের কথাও উল্লেখ করেন তিনি। এজন্য পুলিশ ও বিচারকদের ধন্যবাদ জানান তিনি।