নিউজ ডেস্ক: ১৮ জুন আরজি কর ধর্ষণ ও খুন মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। বিচারক অনির্বাণ দাস এই রায় দান করেন। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬, ১০৩(১) ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয়। এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা।
এ প্রসঙ্গে সঞ্জয়ের আইনজীবী বলেন, বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলা হচ্ছে,তা হয়তো হতে পারে। মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হচ্ছে (সুপ্রিম কোর্টের কয়েকটি মামলার কথা উল্লেখ করে বিরলের মধ্যে বিরলতম অপরাধ সম্পর্কে বলেন ওই আইনজীবী)। প্রমাণ সংক্রান্ত আবেদন আগেও আপনার কাছে জানিয়েছি। মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ দেওয়ার কথা বলা হয়েছে আইনে। প্রথমেই মৃত্যুদণ্ড নয়, সংশোধনের সুযোগ দিতে হবে। যেখানে সংশোধনের সুযোগ নেই সে ক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে। ওঁকে বাঁচানোর এটা শেষ সুযোগ আমাদের (মৃত্যদণ্ড ছাড়া বিকল্প শাস্তির আবেদন জানানো হয়)।