নিউজ ডেস্ক: সোমবার সকালে উত্তর প্রদেশের লখনউতে এক বেদনাদায়ক ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মধ্যগঞ্জ থানা এলাকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীতে। জানা গেছে , এলাকায় পুরাতন কংক্রিটের সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এক যুবক। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। নদীতে তল্লাশি শুরু চালিয়ে অনেক চেষ্টার পর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানান , নিহত যুবকের নাম কার্তিক (২০), তিনি কারবালা ধল মাদেগঞ্জের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা আসেন। কী কারণে ওই যুবক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।