নিউজ ডেস্ক: আর জি কর মামলায় সাজা শুনে হতাশা ব্যক্ত করলেন জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন তথা রাজ্যসভার সাংসদ রেখা শর্মা। তিনি বলেছেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় কলকাতা পুলিশের তদন্ত সিবিআই-এর সামনে উপস্থাপন করা হয়েছিল এবং তদন্তে ত্রুটির কারণে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড নয়।”
ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১)— এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও শেষমেশ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়াও ধর্ষণের জন্য ৭ লক্ষ এবং হত্যার জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। বিচারক বলেন, ‘‘রাষ্ট্রের দায়িত্ব নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার।’’ এর রায় শুনে রেখা শর্মা বলেছেন, “নির্যাতিতার পরিবার এবং আমরা সবাই সত্যিই আশাহত। এত বড় মামলাকে বিরলতম বলা হয়নি।”