নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। সোমবার ঘটনাটি ঘটেছে লাতেহার জেলার বারিয়াতু থানার অন্তর্গত।
বারানী পেট্রোল পাম্পের কাছে। জানা গেছে, একটি কয়লা বোঝাই গাড়ি কোলিয়ারি থেকে কয়লা নিয়ে চাঁদোয়া রেলওয়ে সাইডিংয়ের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আরেকটি গাড়ি চাঁদোয়া সাইডিং থেকে কয়লা খালি করে কোলিয়ারির দিকে আসছিল। দ্রুতগতির কারণে দুটি গাড়ির মধ্যে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। নিহত হন চালক।
এক পুলিশ আধিকারিক জানান, গাড়িতে আটকে থাকা নিহত চালকের দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় আহত অন্য চালককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাঁচির রিমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।