নিউজ ডেস্ক: সোমবার পার্ক সার্কাস স্টেশনের কাছে একটি কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়ায় এলাকায়।
ঘটনাস্থলে যায় দমকলের অন্তত ১৪টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। সঠিক জায়গায় পৌঁছতে পারেনি দমকলের গাড়ি। বেশ খানিকটা দূর থেকে পাইপের মাধ্যমে জল দেওয়া হয়। যদিও স্থানীয় বাসিন্দারা যে যার মত আগুন নেভানো ও উদ্ধারকার্যে হাত লাগায়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের খবর মেলেনি।
উল্লেখ্য, ঘটনার প্রভাব পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলেও। আগুনের লেলিহান শিখা এসে পৌঁছয় স্টেশনেও। যার জেরে দুপুর থেকে ওই অংশে ট্রেন চলাচল বন্ধ থাকে। স্টেশন সংলগ্ন একটি কারখানার গুদামে আচমকাই আগুন লেগে যায়।