নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে স্বামীর সঙ্গে বিবাদের জেরে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম আসমীরা সর্দার (২১)। ক্যানিংয়ের সুন্ধিপুকুরিয়া এলাকার ঘটনা। আসামীরাকে খুন করে ঘরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক মৃতার স্বামী মিজানুর সর্দার। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতার পরিবারের অভিযোগ, বছর তিনেক আগে বারুইপুরের বৃন্দাখালির বাসিন্দা আসমীরার বিয়ে হয় হয় মিজানুরের সঙ্গে। বিয়ের পর থেকেই পনের টাকার জন্য লাগাতার চাপ দিত মিজানুর। বেশ কয়েকবার কষ্ট করে টাকা যোগাড় করে দিয়েছিলেন আসমিরার বাবা আসমত মোল্লা। তার অভিযোগ, মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঘরে ঝুলিয়ে দিয়েছে জামাই। দোষীর শাস্তি দাবি করেছেন তিনি।