নিউজ ডেস্ক: ওয়েব সিরিজের পরে ফের নতুন সিনেমায় সৌমিতৃষা। প্রকাশ্যে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-র নতুন ছবি মুক্তির দিন। আগামীতে ‘১০ জুন’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর বিপরীতে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে। আগামী ২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘১০ জুন’। আর এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রূপক চক্রবর্তী। ছোটপর্দার ‘মিঠাই’-কে ফের একবার দেখা যাবে বড়পর্দায়।
তবে এই গল্প প্রেমের নয়। পরিচালক রূপক চক্রবর্তী একটু অন্য ধারায় হেঁটেছেন এই ছবির গল্পে। ছবিটির নাম ‘১০ই জুন’। ছবিতে সৌমিতৃষার চরিত্রের নাম মিতালি। গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন যে, মিতালি বাড়িতে একা রয়েছে এমন একটা সময় হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে এক বন্ধুকধারী। সে মিতালিকে বলে সে একটা খুন করেছে আর তার আশ্রয় চাই। এই চরিত্রেই দেখা যাবে সৌরভ দাসকে। মিতালি সেই খুনিকে আশ্রয় দিলেও, তাকে নানারকম প্রশ্ন করতে শুরু করে। কেন সে এই খুন করল, তা জানতে চায় সে। এমনই সন্দেহ আর বিশ্বাসের এক অদ্ভুত সমীকরণের গল্প এটি।