নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Verdict) মামলায় গতকাল সোমবারই সামনে এসেছে চূড়ান্ত রায়। ধর্ষণ-খুনে একমাত্র অপরাধী সঞ্জয় রায়কে আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণ, সঞ্জয় রায়ের অপরাধ ‘বিরলতম’ নয়। তাই তাকে আমৃত্যু কারাদণ্ড দিচ্ছে আদালত।
প্রসঙ্গত, এই রায় সামনে আসতেই তীব্র ক্ষোভ দেখা গিয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বড় অংশের মধ্যে। আরজি কর আন্দোলনের অন্যতম নেতা আসফাকুল্লা নাইয়ার সংবাদমাধ্যমে বলেন, ‘‘সঞ্জয় যে একা নয়, আরও অনেকে ওই ঘটনায় জড়িত এটা বোঝার জন্য কোনও আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। তাই শুরু থেকেই সিবিআই তদন্ত নিয়ে আমাদের প্রশ্ন ছিল।’’ তিনি বলেন, ‘‘আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট নয়। আরজি করের (RG Kar Verdict) নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন চলবে।’’ বস্তুত, এদিন রায়দানের পরেই বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন, এই রায় নিয়ে আপত্তি থাকলে তাঁরা হাইকোর্টে যেতে পারেন।