নিউজ ডেস্ক: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। নিজেকে কুস্তিগির বলে দাবি করেছেন ধৃত মহম্মদ শরিফুল। মুম্বই পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত জানিয়েছেন, বাংলাদেশে জেলা ও রাজ্যস্তরে কুস্তির চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। বেকারত্ব ঘোচাতেই ভারতে আসা। ঘটনার পুনর্নির্মাণ করিয়ে শরিফুলের বয়ানের সত্যতা যাচাই করতে চাইছে মুম্বই পুলিশ।
তিনি শুধু বাংলাদেশের নাগরিকই নন, সেদেশের রাজ্য়স্তরের কুস্তিগির ! পুলিশ সূত্রে দাবি, এমনটাই দাবি করেছেন সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত।
মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ। মুম্বই পুলিশের দাবি, জেরায় শরিফুল জানিয়েছেন, বাংলাদেশে জেলা ও রাজ্যস্তরে কুস্তির চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। বেকারত্ব ঘোচাতেই তার ভারতে আসা। তবে এখানেও কোনও ভাল কাজ মেলেনি। মুম্বই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যে, অভিযুক্ত বাংলাদেশি। অবৈধভাবে ভারতে প্রবেশের পর, নাম বদলে ফেলেছিল। ১৫ দিন আগে মুম্বই আসে অভিযুক্ত। কিছুদিন মুম্বইয়ে ছিল। একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করত।”
মুম্বই পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে শরিফুল দাবি করেছে, চুরির উদ্দেশ্য়েই বুধবার গভীর রাতে অভিনেতার ফ্ল্য়াটে ঢোকেন তিনি। কিন্তু, নিরাপত্তা এড়িয়ে কীভাবে সেফের বাড়িতে ঢুকেছিলেন শরিফুল ? পুুলিশ জানিয়েছে, দিনকয়েক আগে বান্দ্রার একটি হোটেলে তিনি কাজে ঢোকেন। ডিউটির পর এলাকায় ঘুরে বেড়াতেন। সেফের বাড়ির পিছন দিকে কোনও নিরাপত্তা রক্ষী এবং CC ক্যামেরা নেই দেখেই তিনি ঢুকেছিলেন। পার্কিং এরিয়া দিয়ে ঢুকে, সিঁড়ি দিয়ে উঠে যান ১২ তলায়। AC ডাক্টের জায়গা দিয়ে ঢোকেন শৌচাগারে। ধৃতের আরও দাবি, বাড়িতে হই-চই পড়ে যাওয়ায়, নিজেকে বাঁচাতে অভিনেতাকে আক্রমণ করেন। কুস্তিগির বলেই ভারী চেহারার সেফকে কাবু করতে তাকে বেগ পেতে হয়নি বলে শরিফুল জানিয়েছে।
ইতিমধ্য়েই ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পুনর্নির্মাণ করিয়ে শরিফুলের বয়ানের সত্যতা যাচাই করতে চাইছে মুম্বই পুলিশ।