নিউজ ডেস্ক: রাজ্যস্থানে বালোত্রার হাইওয়েতে সোমবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আসাদা গ্রামের কাছে একটি দ্রুতগামী গাড়ি বাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর আহত হয়।
এক পুলিশ আধিকারিক জানান, বাইক আরোহী ধর্মরাম (৩৬) এবং দিলীপ (৩০) টেলারিংয়ের কাজ করে ডাংখা গ্রামে ফিরছিলেন। সেই সময় আসাদা গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকদের মৃত্যুতে পরিবারে শোকে ছায়া নেমে এসেছে।