নিউজ ডেস্ক: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে উদযাপিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় নানান ধর্মীয় অনুষ্ঠান। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের সমাগম হয়।
ভক্তদের ঢল এবং আধ্যাত্মিক পরিবেশে সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণ মুখরিত ছিল। বৈদিক মন্ত্রপাঠ, স্তোত্রপাঠ এবং হোমযজ্ঞ দিয়ে দিনের সূচনা হয়। দিনভর ভক্তদের জন্য আয়োজিত হয় ভক্তিমূলক সংগীত এবং কীর্তন। দুপুরে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়।
রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ শিবপ্রেমানন্দ মহারাজ জানান, ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিন হিসেবে পালিত হলেও আজকের দিনটি বিশেষ পুজো এবং অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। তিনি আরও জানান, এই উদযাপন নতুন প্রজন্মকে স্বামীজির জীবনদর্শন এবং আদর্শ সম্পর্কে অনুপ্রাণিত করবে।