নিউজ ডেস্ক: “আমি আজ সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব। তাঁর বাবা মার সঙ্গে দেখা করে যা আইনি লড়াই হবে তা কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে লড়াই করব।’’ বুধবার এভাবেই সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর জি করের সাজা ঘোষণা নিয়ে তিনি মমতার মন্তব্যেরও কটাক্ষ করেন।
আর জি কর কাণ্ডের সাজা ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিনি অসন্তুষ্ট। সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাবেন। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার রাজ্যের তরফে অপরাধীর সর্বোচ্চ সাজার আর্জি জানিয়ে মামলার আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবারই সঞ্জয়ের সাজা ঘোষণার পর শুভেন্দুবাবু মন্তব্য করেন, যে অপরাধীকে ‘ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। আর বুধবারও একই মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে শোনা গেল বিরোধী দলনেতার গলায়।