নিউজ ডেস্ক: ২ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল ১০ বছরের এক শিশুর দেহ। এই ঘটনায় মধ্যপ্রদেশের রাজগড় শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাজগড় থানার অন্তর্গত পাদিয়া গ্রামের নদী থেকে পুলিশ ওই শিশুর দেহ উদ্ধার করে। এক পুলিশ আধিকারিক জানান , সোমবার থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা জানান, সোমবার শিশুটি শৌচকর্ম করতে বাড়ির বাইরে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে খুঁজে পায়নি। পরে শিশুর পরিবারের তরফে থেকে থানায় অভিযোগ করা হয়।
এক পুলিশ আধিকারিক জানান, গ্রাম প্রধানের থেকে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কী পরিস্থিতিতে শিশুটি নদীতে পড়ে ছিল তাঁর কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।