নিউজ ডেস্ক: সোমবারের মত মঙ্গলবারও রাজ্যের আইসিডিএস-এর মেয়েদের মুঠোফোন দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অ্যাক্রেডিটেড সোস্যাল হেল্থ অ্যাকটিভিস্ট অর্থাৎ ‘আশা’-র এবং ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইসিডিএস)-এর মেয়েরা, এলাকায় ঘরে ঘরে কাজ করেন৷ মুখ্যমন্ত্রী মঙ্গলবার সভায় বলেন, আগে ‘আশা’-র জন্য আমরা করছিলাম, মুঠোফোনের নির্দেশ দেওয়া হয়েছে। আইসিডিএস-এর জন্যও করা হবে৷ টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে আপনারা হাতে একটা করে ফোন পাবেন৷ এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে প্রশাসনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন৷ মা-বোনদের সম্মান রক্ষা করবেন৷ বোনদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনওরকম অসংগতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন৷
সোমবার মুর্শিদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্মার্ট ফোন থাকলে, সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে, নিজেদের তৈরি করতে পারে। আশা কর্মীদের ফোন দেওয়া হয়েছে। আইসিডিএস-কে যদি না দেওয়া হয়ে থাকে, তাঁদেরও করে দেওয়া উচিত। যাঁরা পাননি, আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন’।