নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে খুশির হাওয়া, খুলছে একের পর এক চা বাগান। সোমবারই কালচিনি, রায়মাটাং ও তোর্সা এই তিনটি বন্ধ চা বাগান খুলেছে। এছাড়াও, দলমোড় চা বাগানটিও খুলতে চলেছে বুধবার। অন্যদিকে, বন্ধ থাকা মেচপাড়া বাগানটি খুলতে মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছিল শ্রম দফতর। সেই বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একের পর চা বাগান খুলে যাওয়ায় শ্রমিক মহলে এখন খুশির হাওয়া।