নিউজ ডেস্ক: রাজ্য শিশু কিশোর একাডেমির উদ্যোগে ২২ জানুয়ারি, বুধবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব – ২০২৫। ৩০টি দেশের ১১৬ টি ছবি এই বছর উৎসবে দেখার সুযোগ থাকছে। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে। প্রত্যহ তিনটি করে শো থাকছে উৎসবে। এই বছরের থিম – ফ্যান্টাসি। উদ্বোধনী ছবি – এলহাম দেখানো হবে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ধ্রুব হর্ষ এই ছবির পরিচালক। দুপুর ১২টায় প্রথম শো। এরপর আরো দুই শো – তিনটি ও ছ’টায়।
এই অনুষ্ঠানের সূচনায় দুই শিশু শিল্পী পরিবেশন করবে – শরণ্য সরকারের বাঁশি ছাড়া ও তবলায় সঙ্গত করবে অর্চিস্মান সিনহা রায়। নন্দন ১-২-৩ ছাড়াও রয়েছে রবীন্দ্র সদন, রবীন্দ্র তীর্থ, রবীন্দ্র ওকাকুরা ভবনের পাশাপাশি শিশির মঞ্চ ছাড়াও রয়েছে চলচ্চিত্র শতবর্ষ ভবন। আগামী ২৬ জানুয়ারি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে।