নিউজ ডেস্ক: ব্যারাকপুরে বিধ্বংসী আগুন! বাজারের কাছেই দাউ দাউ করে জ্বলে ওঠে অতীন্দ্র সিনেমা হলের পাশের একটি। ঘটনায় ব্যাপাক আতঙ্ক গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারাই শুরুতে এগিয়ে আসেন আগুন নেভাতে। সূত্রের খবর, সিনেমা হলের পাশে একটি ক্যাফে রয়েছে। সেখান থেকেই প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। এদিকে ওই ক্যাফের নিচেই রয়েছে টাটার বিখ্যাত পোশাকের দোকান জুডিও। আগুন ছড়িয়ে পড়ে সেখানেও।
ভিড় জমে যায় রাস্তার ধারে। খবর পেয়ে তড়িঘড়ি হাজির হয় দমকলের একটি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন আসে।দোকানের ভিতরে কেউ আটকে রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক অতীতে এমন আগুন লাগার ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছেন না এখানকার লোকজন। আগুনের ভয়াবহতা এতটাই বেশি, ব্যারাকপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়েও তা দেখা যাচ্ছে। ভিড় জমে গিয়েছে সেখানেও।