নিউজ ডেস্ক: হোস্টেলে ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে বাধারঘাট স্পোর্টস স্কুলে চঞ্চল্য। মৃতার নাম আলিসা দেববর্মা। সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
জানা গিয়েছে, রাজধানীর বাধারঘাটের স্পোর্টস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আলিসা দেববর্মার মৃতদেহ উদ্ধার হয় সোমবার। এই বিষয়ে জানতে মঙ্গলবার মৃত ছাত্রীর পরিবারের সদস্য এবং সহপাঠী ও টিএসএফ এর সদস্যরা হোস্টেলে আসেন। তারা মৃত্যুর কারণ সম্পর্কে হোস্টেল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কর্তৃপক্ষ সঠিক কোন জবাব দিতে পারেনি বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে হোস্টেলে কর্তব্যরত কর্মচারী এবং মৃত ছাত্রীর পক্ষে আসা লোকজনের মধ্যে বচসা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় খবর দেওয়া হয় এ ডি নগর থানায়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে হোস্টেলে একদিকে যেমন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তেমনি উত্তেজনা বিরাজ করছে।