২০২৪ সালে এই দিনে অযোধ্যায় রামলালার প্রাণ-প্রতিষ্ঠা হয়। ৫০০ বছরের সংগ্রামের ফল হল এই মন্দিরের নির্মাণ | ‘১৫২৮ থেকে ২০২৪’- রাম মন্দির নির্মাণের দীর্ঘ সংগ্রামের পরিণতি | ১৮৯২ সালে এই দিনে ঠাকুর রোশন সিং-এর জন্ম গ্রহণ করেন, কাকরি অভিযানে তাঁর সক্রিয় ভূমিকা ছিল । ১৯৬৮ সালে আজকের দিনে হয় অ্যাপোলো-৫ এর উৎক্ষেপণ হয় |