এক বছরের রাম মন্দির দর্শন করলেন কত পর্যটক ? How many tourists visited the Ayodhya Ram temple in one year? অযোধ্যার অর্থনীতিতে রাম মন্দির নির্মাণ এক নতুন যুগের সূচনা। রাম মন্দির উদ্বোধনের পর থেকে কোটি কোটি হিন্দু ধর্মালম্বীর অন্যতম তীর্থ ক্ষেত্রে পরিণত হয়েছে অযোধ্যা। রামলালার দর্শন পেতে প্রতিদিন ১.৫ থেকে ২ লক্ষ ভক্ত অযোধ্যা পরিদর্শনে আসেন।