নিউজ ডেস্ক: দিল্লির কালকাজি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রমেশ বিধুরির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, রমেশ বিধুরি ভোটে লড়ছেন না, তিনি গুন্ডামি করছেন।
অতিশী বলেছেন, “কালকাজি নির্বাচনী এলাকার সর্বত্রই বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও লোকজন নিজেদের রমেশ বিধুরির ভাগ্নে বলে দাবি করে, এএপি কর্মীদের হয়রানি করছে। রমেশ বিধুরি একজন এএপি কর্মীকে ডেকে তাঁকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন। যখন সে বলেছিল, তিনি এখন এএপি এবং অতিশীর সঙ্গে আছেন, তখন বিধুরি বলেন এটি সন্ত্রাসীদের দল এবং অতিশী ৮ ফেব্রুয়ারির পরে জেলে যাবে। বিজেপি প্রার্থী রমেশ বিধুরি, তার কর্মী ও ভাগ্নেরা নির্বাচনে লড়ছেন না, গুন্ডামি ছড়াচ্ছেন।”