নিউজ ডেস্ক: বিজেপির বিরুদ্ধে হিংসা ছড়ানোর ও গুন্ডামির অভিযোগ আনলেন আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি দাবি করে বলেছেন, দিল্লিতে ঐতিহাসিক পরাজয়ের দিকে এগিয়ে চলেছে বিজেপি।
উল্লেখ্য, কালকাজি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রমেশ বিধুরির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন অতিশী মারলেনা। সে প্রসঙ্গে কেজরিওয়াল বুধবার সাংবাদিক সম্মেলনে বলেছেন, “বিজেপি যেভাবে গুন্ডামি ও হিংসা ছড়াচ্ছে, অতিশী যা বললেন, এই ঘটনাগুলি শুধু তাঁর নির্বাচনী এলাকাতেই সীমাবদ্ধ নয়। দিল্লিতে বিভিন্ন এলাকা থেকে খবর আসছে, বিজেপি গুন্ডামি করছে। কেন একটি দল অথবা প্রার্থী হিংসা করে? তাঁরা এমনটা করে যখন দেখতে পায় স্বাভাবিক উপায়ে নির্বাচনে জিততে পারবে না। এখন দিল্লিতে বিজেপির সেই অবস্থা, বিজেপি ঐতিহাসিক পরাজয়ের দিকে এগোচ্ছে।”