নিউজ ডেস্ক: মঙ্গলবার গভীর রাতে আলিপুরদুয়ারের দলসিংপাড়া চা বাগানে উদ্ধার হল এক তরুণীর দেহ। পরিবারের অভিযোগ তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ মৃতার প্রেমিককে গ্রেফতার করেছে। ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের গ্রেফতারের দাবিতে ভুটানগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের একাংশ।
দলসিংপাড়া চা বাগান এলাকার বাসিন্দা ২২ বছরের ওই তরুণী মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যাতেও তিনি বাড়িতে ফিরে না এলে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। বিস্তর খোঁজাখুজির পর গভীর রাতে চা বাগানে তরুণীর দেহ উদ্ধার হয়।
এ খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবার অভিযোগ করতে থাকে যুবতীকে ধর্ষণ করে খুন করেছে। বুধবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমে ওই তরুণীর প্রেমিক বাবলু তেলিকে গ্রেফতার করে পুলিশ। পরিবার ও স্থানীয়দের দাবি ঘটনায় তিন থেকে চারজন যুক্ত। বাকিদের গ্রেফতারের দাবিতে ভুটানগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।