নিউজ ডেস্ক: আগরতলা শহরের মিলনচক্র এলাকায় ভাড়া বাড়ি থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে৷ তার কাছে একটি নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড তাজা কার্তুজ, ভারতের দুই লক্ষ একুশ হাজার টাকা এবং বাংলাদেশের পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে৷
বুধবার সদরের এসডিপিও জানিয়েছেন, মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ মিলনচক্রের আদর্শ পল্লী এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়৷ ওই বাড়িতে সমাজপ্রিয় চাকমা নামে ভাড়াটিয়ার ঘরে তল্লাসি চালিয়ে পিস্তল, গুলি এবং টাকা বাজেয়াপ্ত করা হয়৷ পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সমাজপ্রিয় চাকমার বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়৷ পাঁচ মাস আগে সে মিলনচক্রের আদর্শ পল্লীতে এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসে৷ সে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবেই পরিচয় দিয়ে ওই বাড়িতে থাকতে শুরু করে৷ তবে, সে কি উদ্দেশ্যে এখানে এসেছে এবং তার কাছে পিস্তল কিভাবে এল এইসব বিষয় জানার জন্য পুলিশ ধৃত ব্যক্তিকে রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করেছে৷