নিউজ ডেস্ক: বুধবার সকালে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে ক্লাস সেভেনের ছাত্র দীপ কোলে (১৩) দুর্ঘটনায় মারা যায়। স্কুলে তার আর পৌঁছনো হয়নি। পথেই একটি বেপরোয়া লরি পিষে দেয় তাকে। এই ঘটনায় শোকের ছায়া নামে তারকেশ্বরের মহেশপুরে। ঘটনার খবর জানাজানি হতেই তুমুল বিক্ষোভ সৃষ্টি হয় এলাকায়।
তারকেশ্বরের মহেশপুর হাইস্কুলের ছাত্র ছিল দীপ। প্রতিদিনই চাঁদপুরের বাড়ি থেকে সাইকেলে স্কুলে যেত। এদিন সাইকেল নিয়ে রওনা হওয়ার পর মাঝরাস্তায় একটি লরি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে দীপ। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাকে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘাতক লরিটিকে ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে হুগলি গ্রামীণ পুলিশের একাধিক থানার বিশাল বাহিনী পৌঁছয়। পুলিশ ঘাতক লরিটিকে সরাতে চাইলে বাধা দেয় জনতা। পুলিশ জানিয়েছে, ঘাতক লরি ও চালককে আটক করা হয়েছে।