নিউজ ডেস্ক: পর পর বেশ কয়েকটি মেট্রো বাতিল। যার জেরে স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড়। দমদমে যাত্রীদের ধাক্কায় পড়ে জখম এক মহিলাও।
বুধবার পৌনে ১টা থেকে কবি সুভাষ থেকে দমদমগামী লাইনে পরিষেবা ব্যাহত। অন্তত তিনটি মেট্রো দমদম স্টেশনে এসে পৌঁছয়নি। কিন্তু কেন মেট্রো বাতিল, সে ব্যাপারে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কোনও ব্যাখ্যা মেলেনি। স্টেশনে এ ব্যাপারে কোনও ঘোষণাও হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা।
মেট্রো কর্তৃপক্ষের অবশ্য দাবি, পরিষেবা বন্ধ হয়নি। ট্রেন চলছে। পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। মেট্রোর এক মুখপাত্র বলেন, “বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ একটি রেক দক্ষিণেশ্বর স্টেশন থেকে যাত্রী নিয়ে রওনা দেয়। প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোর আগেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় তাতে। ফলে ওই রেকটি তখন ছাড়তে পারেনি। পরে ওই রেকের যাত্রীদের নিয়ে অন্য একটি রেক ১২টা ৫০ মিনিটে রওনা দেয়। পরিষেবা বন্ধ হয়নি। একটি মেট্রো ছাড়তে পারেনি। ১০ মিনিট পরে অন্যটি ছাড়ে। খারাপ রেকটি সারিয়ে আবার যাত্রী পরিষেবায় নামানো হয়। যাত্রীদের মধ্যে কোনও হুড়োহুড়ি দেখা যায়নি। আমরা প্রতি মুহূর্তে সিসি ক্যামেরায় নজরদারি রেখেছি।”
অন্য দিকে, যাত্রীদের দাবি, পর পর তিনটি মেট্রো বাতিল হওয়ার পর একটি মেট্রো আসে দমদম স্টেশনে। ভিড় এতই বেশি ছিল যে, অনেক যাত্রীই ওই মেট্রোয় উঠতে পারেননি। মেট্রোয় উঠতে গিয়ে চোট পেয়েছেন বেলঘরিয়ার বাসিন্দা পুতুল দে।