নিউজ ডেস্ক: ঠান্ডার সঙ্গে কুয়াশা। জোড়া ফলায় বিপর্যস্ত জাতীয় রাজধানীর জনজীবন। বৃহস্পতিবার সকালে কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লির বেশ কিছু এলাকা। দিল্লির অনেক জায়গায় দৃশ্যমানতা তলানিতে ছিল এদিন ভোরের দিকে ও সকালে। ঘন কুয়াশার জেরে এদিন কিছুটা বিঘ্নিত হয় বিমান পরিষেবা।
কুয়াশার কারণে ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। এদিন বেশ কিছু বিমান দেরিতে চলছে বলে জানা গেছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার জেরে বেশ কিছু বিমান ওঠানামায় দেরি হয়েছে এদিন।