নিউজ ডেস্ক: সত্যি হতে চলেছে জল্পনা। কালচিনির সুভাষিনী চা বাগানের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রীও। আপাতত জনসংযোগে ব্যস্ত তিনি। আর কিছুক্ষণের মধ্যেই তাঁর উপস্থিতিতেই জন বার্লা যোগ দেবেন তৃণমূলে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লোকসভা ভোটে জন বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। তাঁর পরিবর্তে টিকিট দেওয়া হয় মনোজ টিগ্গাকে। যা নিয়ে ক্ষুব্ধ হন বিজেপির প্রাক্তন সাংসদ। প্রকাশ্যে একাধিকবার নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি, করেছেন বিতর্কিত মন্তব্যও। শুধু তাই নয়, আগের বছরের নভেম্বর মাসে আলিপুরদুয়ারের তৃণমূল নেতাদের সঙ্গে তিনি বৈঠকও করেন, আর তখন থেকেই জল্পনা চলছে তিনি হয়তো দল বদল করতে চলেছেন। আর সেই সব জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ্যমন্ত্রীর জনসভায় উপস্থিত জন বার্লা।