নিউজ ডেস্ক: প্রায় এক দশক পর ফিরে মুম্বইয়ের হয়ে রোহিত শর্মার প্রথম ইনিংসটি স্বল্পস্থায়ী হল। কারণ বৃহস্পতিবার বিকেসি গ্রাউন্ডে তাঁদের রঞ্জি ট্রফি রাউন্ড ৬ ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মাত্র ৩ রানে আউট হয়েছেন ভারত অধিনায়ক।যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস শুরু করে রোহিত তাঁর দলের ১২ রানের মাথায় মাত্র ১৯টি ডেলিভারির মুখোমুখি হয়ে ৩ রান করে আউট হয়েছেন পেসার উমর নাজিরের বলে।জয়সওয়ালও মুগ্ধ করতে ব্যর্থ হন, ৭ বলে মাত্র ৫ রানে আউকিব নবীর বলে আউট হন।
মুম্বই দলে এই দুজনের প্রত্যাবর্তন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আন্তর্জাতিক খেলোয়াড়দের তাঁদের ঘরোয়া দলে খেলার আদেশ অনুসরণ করে। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিতেরও খারাপ রান ছিল, ৫ ইনিংসে মাত্র ৩১ রান করেছিলেন।