নিউজ ডেস্ক: দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলা সদরের শহরতলি গঙ্গারপাড়-ধুমকর এলাকায় উদ্ধার হয়েছে জনৈক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। যুবকটি খুন হয়েছেন বলে সন্দেহ করছেন পুলিশ এবং স্থানীয়রা। উদ্ধারকৃত যুবককে জনৈক আলি হুসেন লস্কর বলে শনাক্ত করা হয়েছে। যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গঙ্গারপাড়-ধুমকর এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখে হাইলাকান্দি সদর থানায় খবর দেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে সদর থানা থেকে পুলিশের দল ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক ইনকুয়েস্ট করে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, যুবকটি কোনও দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, প্রাথমিক তদন্তে পুলিশ খুনের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। সদর থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের তদন্তকারী পুলিশ।