নিউজ ডেস্ক: রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের বারান্দা থেকে বৃহস্পতিবার এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, কম্বলে মোড়া ছিল ওই যুবকের মৃতদেহ।
রোজ সকালে বহু মানুষ রবীন্দ্র সরোবরে হাঁটতে যান। এদিনও গেছিলেন। তাঁদের মধ্যেই কেউ প্রথমে কম্বলটি লক্ষ্য করেন। একটু কাছে যেতেই বুঝতে পারেন তার ভিতরে মৃতদেহ রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। তবে কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, ওই যুবককে অনেক সময়ই রবীন্দ্র সরোবরে আসতে দেখেছেন কেউ কেউ। তবে তাঁর পরিচয় জানেন না তাঁরা। যুবকের বয়স ৩৫ বা কিছু বেশি হবে। তাঁকে এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এদিন স্টেডিয়ামের নীচের বারান্দায়, কম্বল চাপা দেওয়া অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকতে দেখা গেছিল যুবককে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে সে ঘটনা ওখানেই ঘটেছে না অন্য কথাও তাকে খুন করে দেহ এখানে এনে ফেলে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয় পুলিশের কাছে।