নিউজ ডেস্ক: আসন্ন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সরকারি অনুষ্ঠানে প্রদর্শনীয় প্যারেডের মহড়ায় যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে পাথারকান্দি থানাধীন নালিবাড়ি গ্রামের বাসিন্দা বৈঠাখাল আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাহিদ আহমেদ।
শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি সমজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মুণ্ডমালা খেলার মাঠে এনসিসি প্যারেডের মহড়ায় যোগ দিতে আজ বৃহস্পতিবার সকালে মোটর বাইকে চড়ে নালিবাড়ি থেকে আসছিল সাহিদ আহমেদ। সকাল পৌঁনে আটটা নাগাদ ৮ নম্বর অসম-ত্রিপুরা জাতীয় সড়ক-লাগোয়া মুণ্ডমালা খেলার মাঠে প্রবেশের মুখে উল্টো দিক থেকে আগত এএস ০১ আরসি ৭৪০০ নম্বরের একটি চার চাকার অল্টোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে সাহিদের বাইকের।
স্কুলের দায়িত্বপ্রাপ্ত এনসিসি অ্যাসোসিয়েট অফিসার উত্তম শর্মা তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় আহত সাহিদকে নিয়ে যান পাথারকান্দি হাসপাতালে। কিন্তু তার শরীরিক অবস্থা গুরুতর বলে তাকে করিমগঞ্জ সিভাল হাসপাতালে রেফার করেন কর্তব্যরত ডাক্তার। জানা গেছে, সেখান থেকে সাহিদকে পাঠানো হয়েছ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পাথারকান্দির প্রশাসনিক ম্যাজিস্ট্রেট তথা সার্কল অফিসার বলীনবাবা বালারি। তিনি আহত ছাত্রের উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে যাবতীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া আহত সাহিদ আহমেদের শারীরিক অবস্থার ঘন ঘন খবর নিচ্ছেন স্কুলের অধ্যক্ষ ড. বিপ্লব কর্মকারও। পুলিশ ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং মোটর বাইক নিজেদের হেফাজতে নিয়েছে।