নিউজ ডেস্ক: মালদার মানিকচকে এক নাবালিকা ছাত্রীর অপহরণের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পরিবার অভিযোগ করে, থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় তারা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন এবং জেলার পুলিশ সুপারের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৭ জানুয়ারি নাবালিকার বাবা-মা মালদা শহরে কাজে গিয়েছিলেন। বাড়ি ফিরে তারা দেখেন, মেয়ে নিখোঁজ। পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, একটি মোটরবাইকে করে অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে তুলে নিয়ে গেছে। ঘটনার পরপরই মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়, কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হন নাবালিকার পরিবার।
নাবালিকার মা বলেন, “আমার মেয়েকে পড়াশোনা করাতে চাই। পুলিশ যেন দ্রুত মেয়েকে উদ্ধার করে দেয়।”
ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, “রাজ্যে সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই। পুলিশ শাসক দলের নেতাদের চামচাগিরি করতে ব্যস্ত।”
অন্যদিকে, তৃণমূল বিজেপির এই অভিযোগকে সরাসরি খারিজ করে জানিয়েছে, “বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তারা মানুষের সহানুভূতি আদায়ের জন্য এই ধরনের অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।”
পুলিশ সুপারের দফতর থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং নাবালিকার সন্ধানে অভিযান চালানো হচ্ছে।